kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

বলিউডে এক যুগ

রংবেরং ডেস্ক   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর ও সোনম কাপুর—গতকাল বলিউডে এক যুগ পূর্ণ করলেন এই তিন তারকা। ২০০৭ সালে একই দিনে বলিউডে অভিষেক হয়েছিল তাঁদের। সঞ্জয় লীলা বানসালীর ‘সাওয়ারিয়া’য় রণবীর এবং সোনমের অভিষেক, ফারাহ খানের ‘ওম শান্তি ওম’-এ শাহরুখ খানের নায়িকা হয়েছিলেন দীপিকা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিন তারকাকে অভিনন্দন জানান ভক্তরা। অভিষেকেই তাঁরা সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন, বেশির ভাগ শুভাকাঙ্ক্ষীর মত এমনটাই। ১৬ বছর বয়সে একটি টিভি বিজ্ঞাপন দিয়ে শুরু দীপিকার। সে বছরই হন ‘মডেল অব দ্য ইয়ার’। পাঁচ বছর পর পা রাখেন বলিউডে। ‘পিকু’, ‘রাম-লীলা’, ‘পদমাবৎ’—এক যুগের ক্যারিয়ারে তাঁর সেরা তিনটি ছবি। অভিনয় করেছেন হলিউড ছবিতেও—‘ট্রিপল এক্স—রিটার্ন অব জেন্ডার কেজ’। বিশ্বের শীর্ষ ১০ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকায়ও উঠেছে তাঁর নাম। দীপিকার মতো অতটা উচ্চতায় না পৌঁছালেও রণবীর-সোনমও কম যাননি। দুজনই শুরু করেছেন সহকারী পরিচালক হিসেবে। পরে আসেন অভিনয়ে। বলিউডের বিখ্যাত ‘কাপুর’ বংশের ঝান্ণ্ডা এখন রণবীরের হাতেই। ‘রকস্টার’, ‘বরফি’, ‘সঞ্জু’—এ পর্যন্ত তাঁর ক্যারিয়ার সেরা। বাবা অনিল কাপুর, চাচা বনি কাপুর ও সঞ্জয় কাপুরের দেখানো পথেই হাঁটছেন সোনম। ‘দিল্লী ৬’, ‘রঞ্ঝনা’, ‘নীরজা’—তাঁর ক্যারিয়ারে আলো ছড়ানো তিন ছবি।

মন্তব্য