kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

টিভি হাইলাইটস

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

এক মুঠো রোদ্দুর

এক মুঠো রোদ্দুর

এনটিভিতে দুপুর ১২টা ২০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘এক মুঠো রোদ্দুর’। রচনা ও পরিচালনা কৌশিক শংকর দাস। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, মামনুন ইমন, লায়লা হাসান, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, ফারিন।

 

সুরের বাঁধনে

মাছরাঙা টিভিতে রাত ১১টায় রয়েছে বিষয়ভিত্তিক গান, আড্ডা ও পরিবেশনা নিয়ে অনুষ্ঠান ‘সুরের বাঁধনে’। আজকের বিষয় ‘জীবন’। আজকের শিল্পী সুমন রাহাত। বিশেষ অতিথি লুবনা মারিয়াম। উপস্থাপনা অদিতি মহসিন।

 

স্লিপ ওয়েল

অনিদ্রা রোগের কারণ ও সমাধানের খোঁজে নেমেছেন সঞ্চালক কার্স্টেন লেকুতাত, তাঁর সঙ্গী ঘুম বিশেষজ্ঞ ড. সামিয়া। দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে, ডয়চে ভেলেতে।

 

ইরাবতীর চুপকথা

ইরাবতী মিত্রর বয়স ৩২। বিয়ে থা করেনি। মা-বাবার মৃত্যুর পর একাই থাকে। ঘর-অফিস সমানতালে সামলে সুখের জীবন। কিন্তু এই জীবনেও রয়েছে অজানা কিছু গল্প। আজকের পর্ব রাত ১১টা ৩০ মিনিটে, স্টার জলসায়।

মন্তব্যসাতদিনের সেরা