kalerkantho

শুক্রবার । ১ মাঘ ১৪২৭। ১৫ জানুয়ারি ২০২১। ১ জমাদিউস সানি ১৪৪২

নারীদের জন্য আইনি পরামর্শ

রংবেরং ডেস্ক   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারীদের জন্য আইনি পরামর্শ

ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন একজন নারী অধিকার কর্মীও। ২০১৪ সাল থেকে কাজ করে আসছেন জাতিসংঘের উইমেন গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে। এ ছাড়া নারীদের জন্য কল্যাণকর বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকেন। এবার তিনি উদ্বোধন করলেন একটি পরামর্শকেন্দ্রের। কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার নারীদের আইনি পরামর্শ দেবে এটি। পরামর্শকেন্দ্রটি তৈরি করেছে অলাভজনক সংস্থা ‘রাইটস ফর উইমেন’। এখন ইংল্যান্ড ও ওয়েলসের নারীরা এই কেন্দ্র থেকে সেবা পাবেন। এমন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভীষণ আনন্দিত এমা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির বিষয়টি বিভিন্ন গবেষণায় অনেকবার উঠে এসেছে। এখন সময় এসেছে বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখার।’ একইসঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ অন্যান্য বৈশ্বিক সংস্থার বিষয়টি নিয়ে আরো গভীরভাবে কাজ করা উচিত বলেও মনে করেন এমা।

মন্তব্য