kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

আরো খবর

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

ইতি, তোমারই ঢাকা

♦       ২০২০ সালের ২৪ থেকে ২৯ মার্চ ওমানের রাজধানী মাসকাটে বসবে ‘১১তম মাসকাট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবে অংশ নেবে বাংলাদেশের পাঁচ চলচ্চিত্র। ৬ নভেম্বর চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়—‘ফাগুন হাওয়ায়’,  ‘যদি একজন’, ‘শাটল ট্রেন’, ‘আবার বসন্ত’ এবং ‘ইতি, তোমারই ঢাকা’।

♦       রাস্তার ছিন্নমূল শিশুদের অর্থ বা কোনো উপহার দেওয়ার সময় সেটার ছবি বা ভিডিও চিত্র ধারণ না করতে পাপারাজ্জিদের প্রতি অনুরোধ করেছেন জাহ্নবী কাপুর। অভিনেত্রীর মতে, এটা নিয়ে প্রচারের কিছু নেই।

♦       ‘চোখের সামনে অমিতাভ বচ্চনের মতো একজন প্রতিভাবানকে দেখা ভীষণ গৌরবের’, বলিউডে ‘বিগ বি’র সুবর্ণজয়ন্তী উপলক্ষে করণ জোহরের মত। এদিকে এ নিয়ে বাবার উদ্দেশে এক আবেগঘন চিঠি লিখেছেন অভিষেক বচ্চন।

♦       সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেক্রেড গেমস’-এর জন্য ‘লেসলি হো এশিয়ান ফিল্ম ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

♦       রবার্ট রড্রিগেজের অ্যাকশন থ্রিলার ‘হিপনোটিক’-এর মূল চরিত্রে অভিনয় করবেন বেন অ্যাফ্লেক।

মন্তব্যসাতদিনের সেরা