kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

৭৬ লাখের মধুচন্দ্রিমা

রংবেরং ডেস্ক   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৭৬ লাখের মধুচন্দ্রিমা

বছরখানেক প্রেমের পর গেল মাসেই বিয়ে করেছেন জেনিফার লরেন্স ও কুক ম্যারোনি। এখন ইন্দোনেশিয়ায় মধুচন্দ্রিমা কাটাচ্ছেন দুজন। তাঁরা এখন আছেন দ্বীপদেশটির নিহি সুম্বা রিসোর্টে। পিপল ম্যাগাজিন রিসোর্টটিতে লরেন্সের মধুচন্দ্রিমার কথা নিশ্চিত করেছে। একটি সূত্র ম্যাগাজিনটিকে জানিয়েছে, নবদম্পতিকে ইন্দোনেশিয়ার স্থানীয় রীতি অনুযায়ী স্বাগত জানানো হয়েছে, দেওয়া হয়েছে স্থানীয় খাবারও। তবে বিলাসবহুল রিসোর্টটিতে থাকার খরচটা একটু বেশিই। নিহি সুম্বা রিসোর্টে প্রতি রাত থাকতে গুনতে হয় ১২ হাজার ৭০০ ডলার [প্রায় ১০ লাখ টাকা]। জানা গেছে, রিসোর্টটিতে এক সপ্তাহ থাকবেন লরেন্স ও ম্যারোনি। এ জন্য তাঁদের গুনতে হবে প্রায় ৭৬ লাখ টাকা!

সূত্র : পিপলডটকম

মন্তব্যসাতদিনের সেরা