kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

টিভি হাইলাইটস

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

নানা স্বাদে রাঁধুনী

নানা স্বাদে রাঁধুনী

আজ থেকে শুরু হচ্ছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘নানা স্বাদে রাঁধুনী’। প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠানটি। এতে প্রাচ্য ও পাশ্চাত্যের খাবার, খাদ্য সংস্কৃতি, নতুন রেসিপি তুলে ধরা হবে। অতিথি থাকবেন পাঁচতারা হোটেলের প্রধান শেফদের একজন এবং ‘সেরা রাঁধুনী’ বিজয়ীদের একজন। উপস্থাপনায় তনিমা হামিদ।

 

কার্টুন সিরিজ ‘হাইডি’

রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা এবং দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে কার্টুন সিরিজ ‘হাইডি’। হাইডি এক ছোট্ট মেয়ে। বেড়ে উঠেছে তার দাদার সঙ্গে পাহাড়ি এক গ্রামে। একসময় সেই গ্রাম ছেড়ে তাকে চলে আসতে হয় শহরে। সেখানে মানিয়ে নিতে বেশ কষ্ট হয় তার। শহুরে জীবনে তার এগিয়ে যাওয়া নিয়ে এই সিরিজ। 

 

রেস্টুরেন্ট : ইমপসিবল

আপাতদৃষ্টে অলাভজনক রেস্টুরেন্ট, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু সেই রেস্টুরেন্টই আমূল বদলে দেন রবার্ট আরভিন। রেস্টুরেন্টটি হয়ে ওঠে তুমুল জনপ্রিয়। শোটির আজকের পর্ব রাত ১০টা ৩০ মিনিটে, টিএলসিতে।

 

কৌন বনেগা ক্রোড়পতি

চলছে জনপ্রিয় এই কুইজ শোর ১১তম সিজন। উপস্থাপনায় অমিতাভ বচ্চন। প্রচার হচ্ছে সোম থেকে শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে, সনি টিভিতে।

মন্তব্যসাতদিনের সেরা