kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

ঘরহারাদের পাশে স্মিথ ও মিরেন

রংবেরং ডেস্ক   

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুদ্ধ, দারিদ্র্য নানা কারণেই দুনিয়ার নানা প্রান্তের মানুষ ঘরহারা। তাদের প্রতি সমবেদনা জানিয়ে ও তহবিল সংগ্রহের জন্য আয়োজন করা হয়েছে ‘দ্য ওয়ার্ল্ডস বিগ স্লিপ আউট’ নামের একটি ইভেন্টের। স্বেচ্ছাসেবামূলক এই ইভেন্টে অংশ নিয়ে এক রাত রাস্তায় ঘুমাতে হবে, সাধ্যমতো দান করতে হবে। ৭ ডিসেম্বর হওয়ার অপেক্ষায় থাকা এই উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ ও হেলেন মিরেন। এক ভিডিও বার্তায় স্মিথ বলেন, ‘একবার ভেবে দেখুন তো ঘর মানে আপনার কাছে কী? এটা এমন একটা জায়গা যেখানে পরিবারের সবাই একত্রিত হয়। আমার কাছে ঘরের সবচেয়ে বড় মানে এটাই। কিন্তু বাস্তবতা হলো দুনিয়ার ১০ কোটিরও বেশি মানুষের কোনো ঘর নেই।’ হেলেন মিরেন বলেন, ‘আশা করি ৭ ডিসেম্বর অন্তত ৫০ হাজার মানুষ বাইরে ঘুমিয়ে উদ্যোগকে সমর্থন করবেন। সবচেয়ে বড় ইভেন্ট হবে টাইমস স্কয়ারসহ দুনিয়ার নানা প্রান্তের ৫০ শহরে।’

সূত্র : ডেডলাইনডটকম

মন্তব্যসাতদিনের সেরা