kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

এবার চলচ্চিত্রে জুটি

রংবেরং প্রতিবেদক   

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার চলচ্চিত্রে জুটি

তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে একসঙ্গে চলচ্চিত্রে অভিষেক ঘটে মামনুন ইমন ও জাকিয়া বারি মমর। তবে সেই ছবিতে মমর জুটি ছিলেন রিয়াজ। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন মম। এরপর একাধিক নাটকে ইমনের সঙ্গে জুটি হলেও ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এবার অপেক্ষার পালা শেষ হলো অবশেষে। অঞ্জন আইচের ‘আগামীকাল’ ছবিতে প্রথম জুটিবদ্ধ হলেন এই দুই তারকা। ২২ অক্টোবর থেকে ছবিটির শুটিংও শুরু হয়েছে। ইমন বলেন, ‘অঞ্জন আইচ আমার প্রিয় একজন নির্মাতা। তিনি গল্পকে সব সময় প্রাধান্য দেন। চরিত্রগুলোকেও আকর্ষণীয় করে তোলেন। আমার বিশ্বাস, ছবিটি ভালো লাগবে।’

মন্তব্যসাতদিনের সেরা