kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

একই নায়কের ছবি আদান-প্রদান

রংবেরং প্রতিবেদক   

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকই নায়কের ছবি আদান-প্রদান

মনে রেখো

এত দিন বাংলাদেশের নায়ক বা নায়িকার ছবির বিনিময়ে পশ্চিম বাংলার নায়ক-নায়িকা অভিনীত ছবি আমদানি করা হয়েছে। তবে এবারই প্রথম একই নায়কের ছবি বিনিময় করা হচ্ছে! কারণ ঘটনাচক্রে বিনিময় হওয়া দুটি ছবিরই নায়ক ওপার বাংলার বনি সেনগুপ্ত।

২০১৮ সালের কোরবানির ঈদে বাংলাদেশে মুক্তি পায় ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’। বাংলাদেশি ছবি হলেও এতে অভিনয় করেন বনি। অন্যদিকে ২৫ অক্টোবর কলকাতায় মুক্তি পাবে অভিনেতার নতুন ছবি ‘জানবাজ’। এক বছর আগে মুক্তি পাওয়া বনির বাংলাদেশি ছবির বিনিময়ে আমদানি করা হচ্ছে তাঁর নতুন ছবিটি। তথ্যটি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান হার্টবিটের কর্ণধার তাপসী ঠাকুর। কলকাতার মতো বাংলাদেশেও ‘জানবাজ’-এর মুক্তির খবরটি শুনে দারুণ খুশি বনি, ‘বাংলাদেশে আমার অনেক ভক্ত রয়েছেন। তাঁরা আমার ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন। আশা করছি, এই ছবিটি সবার ভালো লাগবে।’ 

মন্তব্যসাতদিনের সেরা