kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

সম্বল মাত্র ১৮ রুপি!

রংবেরং ডেস্ক   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসম্বল মাত্র ১৮ রুপি!

২০১০ সালে ‘লাভ সেক্স অর ধোঁকা’ দিয়ে শুরু। ‘কাই পো চে’ দিয়ে আসেন আলোচনায়। এরপর ‘কুইন’, ‘ট্র্যাপড’, ‘নিউটন’, ‘বেরেলি কি বরফি’ দিয়ে হয়ে ওঠেন সময়ের অন্যতম সেরা অভিনেতা। তবে রাজকুমার রাওয়ের গল্পের শুরুটা এতটা সহজ ছিল না। অর্থকষ্টে বন্ধ হতে বসেছিল পড়ালেখা। এমনও সময় গেছে, যখন ব্যাংকে মাত্র ১৮ রুপি ছিল! সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণা করেন অভিনেতা, ‘মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। এমন সময়ও গেছে, স্কুলের খরচ দেওয়ার মতো পয়সা ছিল না। দুই বছর স্কুলের শিক্ষকরাই মাইনে দিয়ে পড়াশোনা চালিয়েছেন। পড়াশোনা শেষ করে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যখন মুম্বাইতে আসি, তখন ব্যাংকে ছিল মাত্র ১৮ রুপি!’

মুম্বাইয়ের মতো ব্যয়বহুল শহরে পয়সার অভাবে খেয়ে না খেয়ে থাকার কথাও অকপটে জানান রাজকুমার, ‘মুম্বাইয়ে তখন খেয়ে-পরে থাকার জন্য মাসে কমপক্ষে ১৫-২০ হাজার রুপির প্রয়োজন ছিল। কিন্তু আমার কাছে  বেশির ভাগ দিনই খাবারের টাকা থাকত না। আধপেটা খেয়েই অভিনয়ের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি।’ 

মন্তব্যসাতদিনের সেরা