kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

পিপলস আইকন

রংবেরং ডেস্ক   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিপলস আইকন

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার মাত্র পাঁচ ঘণ্টা ১৬ মিনিটে অনুসারী সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। কম সময়ে সবচেয়ে বেশি ফলোয়ারের শীর্ষ রেকর্ড করে গিনেস ওয়ার্ল্ডবুকে নাম তুলেছেন তিনি। গত সপ্তাহে এই মাইলফলকের পর এ সপ্তাহে এসেছে নতুন সুসংবাদ। ‘পিপলস চয়েস’-এ আইকন অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন জেনিফার অ্যানিস্টন। ১০ নভেম্বর পুরস্কারটি অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হবে। পিপলস চয়েসে অবশ্য অভিনেত্রীর এটিই প্রথম পুরস্কার নয়; আগেও ছয়বার বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন ‘ফ্রেন্ডস’ তারকা। এ ছাড়া একটি করে এমি ও গোল্ডেন গ্লোব আছে তাঁর ঝুলিতে। অ্যানিস্টনকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ছবি ‘মার্ডার মিস্ট্রি’তে, যা এর মধ্যেই সাত কোটি ৩০ লাখ দর্শক দেখেছে। স্ট্রিমিং সাইটটির অরিজিনাল ছবির ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ ভিউ।

মন্তব্য