kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

আরো খবর

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►    ভোগ ওম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে পারফরমার অব দ্য ইয়ার হয়েছেন আলিয়া ভাট। এ ছাড়া রিস্ক টেকার অব দ্য ইয়ার হয়েছেন ক্যাটরিনা কাইফ। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে তাপসী পান্নু, অনন্যা পাণ্ডে, দুলকার সালমান প্রমুখকে পুরস্কৃত করা হয়েছে।

►    একটি অনুষ্ঠানে দেখা হওয়ার পর একসঙ্গে ছবি তুলেছেন কঙ্গনা রানাওয়াত ও সোনম কাপুর। আগে নানা ইস্যুতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে।

► কৃতি শ্যানন বলেছেন, ‘হাউসফুল’-এর মতো পুরোমাত্রার বাণিজ্যিক ছবি করতে তাঁর আপত্তি নেই। নিজেকে শুধু তথাকথিত ‘সামাজিক বার্তাবাহী’ ছবিতেই আটকে রাখতে চান না।

►  লস অ্যাঞ্জেলেসে গাড়ি দুর্ঘটনার পর অভিনেত্রী হেলেন হার্টকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

►    সর্বোচ্চ দর্শক পাওয়া অরিজিন্যাল সিরিজ ও ছবির তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। ছয় কোটি ৪০ লাখ ভিউয়ার নিয়ে ‘স্ট্রেঞ্জার থিংস’ হয়েছে সবচেয়ে বেশি দর্শক পাওয়া অরিজিন্যাল সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ‘আমব্রেলা একাডেমি’ ও ‘মানি হেইস্ট’। সিনেমার মধ্যে এক, দুই ও তিনে আছে যথাক্রমে ‘বার্ড বক্স’, ‘মার্ডার মিস্ট্রি’ ও ‘ট্রিপল ফ্রন্টিয়ার’।

 

মন্তব্য