kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

দীপিকা নন, আনুশকা

রংবেরং ডেস্ক   

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীপিকা নন, আনুশকা

কিছুদিন আগেই শোনা গিয়েছিল ‘সত্তে পে সত্তা’র রিমেকে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশান। যদিও ‘ওয়ার’-এর প্রচারের সময় এই ছবি সম্পর্কে হৃতিককে জিজ্ঞেস করা হলেও ঠিকঠাক উত্তর দেননি অভিনেতা। বলেছিলেন, শিগগিরই এ নিয়ে জানা যাবে। অবশেষে ঘোষণা এলো সত্যিই হৃতিককে নিয়ে ‘সত্তে পে সত্তা’র রিমেক হচ্ছে। নাম ‘সেভেন’। তবে দীপিকার জায়গায় ছবিতে দেখা যাবে আনুশকা শর্মাকে। এবারই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এ দুই তারকা। তাঁরা দুজন যথাক্রমে অমিতাভ বচ্চন ও হেমা মালিনীর চরিত্র করবেন। ১৯৮২ সালের সুপারহিট ছবির রিমেক ‘সেভেন’ পরিচালনা করবেন ফারাহ খান। ২০১৪ সালে তাঁর পরিচালনায় সবশেষ ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পেয়েছিল। এ ছবিটি প্রযোজনা করবেন বাণিজ্যিক ছবির আরেক সফল পরিচালক রোহিত শেঠি। জানা গেছে, ২০২১ সালে  ছবিটি মুক্তি পাবে।

মন্তব্য