kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

আইয়ুব বাচ্চু স্মরণে

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআইয়ুব বাচ্চু স্মরণে

গাইলেন শুভ

১৮ অক্টোবর ছিল ‘এলআরবি’র প্রতিষ্ঠাতা, সংগীত ব্যক্তিত্ব আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটিতে বাচ্চুকে স্মরণ করে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে বিশেষ গান ‘তুমি ছিলে প্রেরণা’। ভিডিওর শুরুতে রয়েছে আইয়ুব বাচ্চুর কিছু কথা। এতে কণ্ঠ দিয়েছেন ‘ডি-রক স্টার’ খ্যাত গায়ক শুভ। কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজনে ফুয়াদ আল মুক্তাদির। গানের কথা—‘কখনো কি অভিমান ছিলে তুমি আমার/ চাওয়া পাওয়ার পুরোটাই অধিকার’। আসিফ ইকবাল বলেন, ‘আমাদের সংগীতে আইয়ুব বাচ্চুর অবদানের কথা সবারই জানা। আমার গীতিকবি হয়ে ওঠার পেছনেও তাঁর অনেক ভূমিকা রয়েছে। বাচ্চু ভাই মারা যাওয়ার দিনই গানটি লিখে ফুয়াদকে পাঠাই। সেদিনই সে সুর করে রাখে।’ তিনি আরো জানান, ২৭ অক্টোবর গানটির অফিশিয়াল ভিডিওর শুটিং। এটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।

 

সোমলতার ট্রিবিউট

মৃত্যুবার্ষিকীতে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে কলকাতার গায়িকা সোমলতা আচার্য্য গেয়েছেন বাচ্চুর জনপ্রিয় গান ‘হাসতে দেখো গাইতে দেখো’। এদিন নিজের ইউটিউব চ্যানেলে সাদা-কালোতে ভিডিও আকারে গানটি প্রকাশ করেন তিনি। অনেকেই নিজেদের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে সোমলতাকে ধন্যবাদ দিয়েছেন। সোমলতা বলেন, ‘মৃত্যুবার্ষিকীতে আইয়ুব বাচ্চুর প্রতি এটা আমার খুব ছোট একটি ট্রিবিউট। একজন মানুষ, একজন সংগীত ব্যক্তিত্ব এবং একটি সোনালি হৃদয়ের অধিকারী হিসেবে তিনি সবার কাছেই অনুপ্রেরণার উৎস।’ উল্লেখ্য, আইয়ুব বাচ্চুর সুর-সংগীতায়োজনে গানটির কথা লিখেছিলেন লতিফুল ইসলাম শিবলী।

মন্তব্যসাতদিনের সেরা