পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২ : অভিনয়ে শাকিব খান, জয়া আহসান, ইমন। পরিচালক সাফিউদ্দিন। সকাল ৯টা, মাছরাঙা টেলিভিশন।
গল্পসূত্র : উগ্র স্বভাবের কারণে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব হারায় রায়ান খান [ইমন]।
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২ : অভিনয়ে শাকিব খান, জয়া আহসান, ইমন। পরিচালক সাফিউদ্দিন। সকাল ৯টা, মাছরাঙা টেলিভিশন।
গল্পসূত্র : উগ্র স্বভাবের কারণে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব হারায় রায়ান খান [ইমন]।
শত্রু : অভিনয়ে জিৎ, নুসরাত জাহান। পরিচালক রাজ চক্রবর্তী। রাত ৯টা ৩০ মিনিট, জি বাংলা সিনেমা।
গল্পসূত্র : রিয়েল স্টেট ব্যবসায়ী অর্জুন সরকার এলাকার ত্রাস। অন্যদিকে সৎ নির্ভীক সাব-ইন্সপেক্টর দিবাকর সিং। অর্জুনের অপকর্মে বাধা হয়ে দাঁড়ায় দিবাকর। দিবাকরের পরিবারকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করে অর্জুন। দিবাকর কি পারবে অর্জুনকে ঠেকাতে?
তেরে বিন লাদেন—ডেড অর অ্যালাইভ : অভিনয়ে মনীশ পাল, কুনাল গুপ্ত।
গল্পসূত্র : ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যা করা হলেও বিভিন্ন রিপোর্টে দেখা যায়, লাদেন এখনো বেঁচে আছে। এই ইস্যুকে কাজে লাগিয়ে ফায়দা লুটতে মাঠে নামে বেশ কয়েকটি দল। এদের মধ্যে আছে অস্ত্র বিক্রেতা, আমেরিকার এজেন্ট আর একজন সামান্য চলচ্চিত্র পরিচালক। তারা নিজেদের কার্যসিদ্ধির জন্য বলির পাঁঠা বানায় এক সাধারণ অভিনেতাকে।
দ্য ফাইনাল ডেস্টিনেশন : অভিনয়ে ববি ক্যাম্পো, ক্রিস্টা অ্যালেন। পরিচালক ডেভিড আর অ্যালিস। রাত ১১টা ৪৭ মিনিট, এইচবিও।
গল্পসূত্র : হাইওয়েতে চলছে গাড়ির রেস। হঠাৎ সেখানে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে, অসংখ্য মানুষ হতাহত হয়। নিক ও লরি বিষয়টি উদ্ঘাটন করতে গিয়ে কঠিন এক সত্যের মুখোমুখি হয়।
সম্পর্কিত খবর
■ কলকাতায় এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছেন, এখন থেকে কাজ কম করবেন। বছরে একটি, নয়তো সর্বোচ্চ দুটি ছবিতে দেখা যাবে তাঁকে।
■ গতকাল অভিনেতা আফজাল হোসেনের ৭১তম জন্মদিন ঘটা করে পালন করেছে চ্যানেল আই। এই কিংবদন্তির জন্মদিনের কেক কাটতে চ্যানেল আইয়ে হাজির হয়েছেন অভিনেতা আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মডেল নোবেলসহ শোবিজের অনেকেই।
■ নিজের গানের ভিডিও চিত্র নিজেই নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রত্যয় খান।
■ মুক্তির দিনে ২০ কোটি রুপি আয় করেছে নতুন জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’। মুহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তির আগেই ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল।
একটি কঠিন পরীক্ষায় অংশ নেন ১৪ জন স্বেচ্ছাসেবক। ৪০ দিনের জন্য মাটির নিচে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় তাঁদের। সময় জানার কোনো যন্ত্রও দেওয়া হয় না তাঁদের। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে খাপ খাইয়ে নেয়, সময়জ্ঞান হারালে শরীর ও মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া জানায়, তা নিয়ে তথ্যচিত্র ‘ডিপ টাইম : ফরটি ডেইজ অব ডার্কনেস’।
বঙ্গোপসাগরে লুকিয়ে থাকা দুর্লভ এক তেলখনির খোঁজ পায় মুম্বাইয়ের প্রভাবশালী ও উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী নীরজ মিত্র। এটিকে ঘিরে অর্থ, প্রভাব ও রাজনৈতিক নিয়ন্ত্রণে ব্যবহারের গোপন এক পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সহায়তা চান সাবেক সিবিআই কর্মকর্তা দীপকের। গত মাসে মুক্তি পাওয়া তামিল ছবি ‘কুবেরা’র কাহিনি এটি।
অভিনয়ে সালমান শাহ, ববিতা, আলমগীর, শাবনাজ। পরিচালনা শিবলী সাদিক। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : জাহান মঞ্জিলে নতুন বউ এসেছে।