kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

টিভি হাইলাইটস

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

আতিক হাসান

তোমায় গান শোনাবো

মাছরাঙা টিভিতে রাত ১১টায় রয়েছে বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। সরাসরি এ আয়োজনের আজকের শিল্পী আতিক হাসান। ফোন কলের মাধ্যমে অংশ নিতে পারবেন দর্শকরাও। করতে পারবেন পছন্দের গানের অনুরোধ। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।

 

মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ

দুরন্ত টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা, রাত ১২টা ও পরদিন দুপুর ২টায় প্রচার হচ্ছে মেধাভিত্তিক আন্তর্জাতিক কুইজ প্রতিযোগিতা ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’। প্রতিযোগিতাটির মঞ্চে প্রতিদিন চলছে দুটি দলের মেধার লড়াই। সঞ্চালনায় নবনীতা চৌধুরী।

 

ইউ হ্যাভ বিন ওয়ার্নড

অনেকেই ঘরে বসে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা করে সে সবের ভিডিও ইন্টারনেটে ছাড়ে। তার থেকে বাছাই করা ভিডিও নিয়ে এই অনুষ্ঠান। প্রতিটি পর্বে নির্দিষ্ট বিষয় নিয়ে ২০টি ভিডিও দেখানো হয়। আজকের পর্ব রাত ৭টা ৩৫ মিনিটে, ডিসকভারি চ্যানেলে।

 

হলিউড অন ক্যাফে

এ সপ্তাহে শুরু হওয়া আয়োজনটির দ্বিতীয় সিজনে দেখানো হচ্ছে পাঁচটি মিনি-সিরিজ—‘দ্য নাইট ম্যানেজার’, ‘দ্য সিনার’, ‘আ ভেরি ইংলিশ স্ক্যান্ডাল’, ‘কাউন্টারপার্ট’ ও ‘দ্য ফার্স্ট’। প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে, জি ক্যাফেতে।

মন্তব্যসাতদিনের সেরা