kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

এবার দেশে বাংলাশিয়া

রংবেরং প্রতিবেদক   

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার দেশে বাংলাশিয়া

২০১৪ সালে মালয়েশিয়াতে ‘বাংলাশিয়া’ নামে একটি ছবির শুটিং করেন নিরব। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি সে দেশে মুক্তি পায় ছবিটি। প্রথম সপ্তাহে ১১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি বেশ দর্শকপ্রিয়ও হয়। নেময়ুই-এর পরিচালনায় এতে নিরবের বিপরীতে অভিনয় করেন সিঙ্গাপুরের অভিনেত্রী আতিকা সোহাইমি। এবার নিরবের ‘বাংলাশিয়া’ মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। মন্ত্রণালয়ের অনুমতি মেলার পর শুরু হয়েছে বাংলায় ডাবিং। সব কিছু ঠিক থাকলে নভেম্বরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নিরব। বলেন, ‘দেশের বাইরে ছবিটি দারুণ প্রশংসিত ও ব্যবসা সফল হয়েছে। সংশ্লিষ্ট সবার ইচ্ছা ছিল বাংলাদেশে মুক্তি দেওয়ার। আমিও চেয়েছিলাম আমার ভক্তরা দেশের প্রেক্ষাগৃহে বসে ছবিটি উপভোগ করুক। এবার সে ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার বিশ্বাস দেশেও ছবিটি ব্যাবসায়িক সাফল্য লাভ করবে।’

মন্তব্যসাতদিনের সেরা