kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

কলকাতা শহরজুড়ে

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকলকাতা শহরজুড়ে

কলকাতাজুড়ে বেশ কিছুদিন ধরে শোভা পাচ্ছে অপি করিমের পোস্টার ও ব্যানার। সাহা টেক্সটাইলের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, অপির সিঁথিতে সিঁদুর। হাতে শাখা। সাজানো বরণডালা হাতে হাসছেন। সঙ্গে লেখা ‘শারদপ্রাতে শিউলিস্নাত শ্রদ্ধা ও শুভকামনায় সাহা টেক্সটাইল পরিবার’। ছবিটি তোলা হয়েছে বালিগঞ্জ থেকে।

মন্তব্যসাতদিনের সেরা