kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

মতুয়া সম্প্রদায় নিয়ে ‘হরিবোল’

রংবেরং প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমতুয়া সম্প্রদায় নিয়ে ‘হরিবোল’

‘হরিবোল’ ছবির একটি দৃশ্য

মতুয়া সম্প্রদায়ের ওপর নির্মিত হলো ‘হরিবোল’। তিন বছর ধরে নির্মাণ শেষে ছবিটি শিগগিরই জমা পড়বে সেন্সরে। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। মুক্তিযুদ্ধে নির্যাতিত এক নারীর সত্য ঘটনা অবলম্বনে ছবি নির্মাণ করতে একজন তরুণ নির্মাতা যান বলেশ্বরের একটি গ্রামে। সেখানে সন্ধান পান নিপীড়িত এক মতুয়া পরিবারের। ছবিতে সংখ্যালঘু সেই পরিবার ও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দুটি গল্প সমান্তরালভাবে এগিয়ে গেছে। রেজা ঘটক বলেন, ‘ছবিতে আমি মুক্তিযুদ্ধের পাশাপাশি স্বাধীনতার ৩৫ বছর পর একটি সংখ্যালঘু পরিবারের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে চেয়েছি।’ ছবিটি নভেম্বর-ডিসেম্বরে মুক্তি দেবেন বলেও জানান রেজা। এতে অভিনয় করেছেন কাজী ফয়সল, ইকতারুল ইসলাম, তৃপ্তি সরেন, এমরান হোসেন, সেলিম হায়দার, প্রণব দাসসহ অনেকে। সংগীত করেছেন অংশুমান।

মন্তব্যসাতদিনের সেরা