kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

আবার একসঙ্গে

রংবেরং ডেস্ক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআবার একসঙ্গে

রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর প্রথম একসঙ্গে ছবি করেছিলেন ২০০৮ সালে। ‘বাচনা এ হাসিনো’ ছবিটি করতে গিয়েই হয়েছিল তাঁদের প্রেম। কিন্তু টিকেছিল মাত্র দুই বছর। অবশ্য তাঁদের মধ্যে তিক্ত সম্পর্কও থাকেনি বেশি দিন। ২০১৩ সালে রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর রণবীরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় দীপিকার। এমনকি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবি দিয়ে আবারও পর্দায় একসঙ্গে দেখা যায় তাঁদের। মাঝে একসঙ্গে ‘তামাশা’তেও অভিনয় করেছেন দুজনে। আলিয়ার সঙ্গে রণবীরের প্রেম হওয়ার পরে রণবীর-দীপিকার বন্ধুত্ব যেন আরো জমাট বেঁধেছে। এর মধ্যেই দুজনে একটি বিজ্ঞাপনচিত্র করেছেন। তাতে বিচ্ছেদ-পরবর্তী তিক্ততা নিয়ে মজা করতে দেখা যায় তাঁদের। এবার জানা গেল আবারও পর্দায় জুটি বাঁধতে চলেছেন দুজনে। পরিচালক লাভ রঞ্জনের একটি ছবিতে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন তাঁরা। অবশ্য এর আগে একই পরিচালকের আরেকটি ছবিতে তাঁদের জুটি বেঁধে অভিনয়ের কথা শোনা যাচ্ছিল। তাতে আরো অভিনয়ের কথা ছিল অজয় দেবগনের। তবে অজয় সময় দিতে না পারায় তাঁর বদলে আরেকটি ছবির কাজ শুরু করেছেন পরিচালক। এমনটাই জানিয়েছে পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র, ‘অজয় না করে দেওয়ায় লাভ আরেকটি চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন। কারণ তিনি এরই মধ্যেই রণবীর-দীপিকার সম্মতি পেয়েছেন। পছন্দের জুটিকে নিয়ে ছবি বানানোর সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই শুরু হবে শুটিং।’

ওদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা কথা বলেছেন রণবীর কাপুর ও রণবীর সিংয়ের অভিনয় নিয়ে। বলেন, ‘রণবীর [কাপুর] আর আমার অভিনয়ের ধরন অনেকটা একই। আমরা প্রস্তুতির চেয়ে বেশি জোর দিই ইম্প্রোভাইজেশনের ওপর। আর রণবীর [সিং] প্রতিটা চরিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতি নেয়। এমনকি নিজের সব অভ্যাসও বদলে ফেলে—গাড়ি চালানো থেকে শুরু করে, কাপড় পরা, এমনকি পারফিউমও।’ আর সেটাই নাকি তাঁদের এই দীর্ঘ সম্পর্কের গোপন রহস্য। দীপিকা বলেন, ‘ছয় মাস পর পর রণবীর একদম নতুন মানুষ বনে যায়। ফলে ওকে নিয়ে আমি কখনোই একঘেয়েমিতে ভুগি না।’

 

সূত্র : পিংকভিলা ও

হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা