kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

এই তাহলে কারণ!

রংবেরং ডেস্ক   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে২০০৯ সালে ‘লাক’ দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু। এরপর বলিউড ক্যারিয়ার না এগোলেও দক্ষিণে বেশ কয়েকটি হিট উপহার দিয়েছেন শ্রুতি হাসান। সব মিলিয়ে তাঁকে আগামী দিনের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মনে করা হচ্ছিল। কিন্তু হঠাৎই পথ হারান। গেল কয়েক বছর সেভাবে সিনেমায় পাওয়া যায়নি। কিছুদিন আগে খবর হন প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে। এক টক শোতে নিজের দুরবস্থার কারণ জানালেন অভিনেত্রী। বলেন, অতিরিক্ত পানাসক্তির কারণেই এই হাল! ‘একটা সময় আমি মদে আসক্ত হয়ে পড়েছিলাম। কিছুই ঠিকঠাক হচ্ছিল না। এটা আমার স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলেছিল। এমন অবস্থা কাউকে জানাতেও পারছিলাম না। তবে সেসব দিন পেছনে ফেলে এসেছি। সব কিছু নতুন করে শুরু করেছি,’ বলেন শ্রুতি। সাক্ষাৎকারে সিনেমা থেকে বিরতি এবং প্রেমিক মিচেল করসেলের সঙ্গে বিচ্ছেদ নিয়েও কথা বলেন অভিনেত্রী, ‘একই ধরনের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পাচ্ছিলাম। যেগুলো করার কোনো মানে নেই। তাই এক বছর অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিই। আর বিচ্ছেদের খবরটা সত্যি। তবে এই সম্পর্ক আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

শ্রুতি সামনেই তিন ছবির কাজ শুরু করবেন। যেগুলো মুক্তি পেলে ফের  আলোচনায় ফিরবেন বলে বিশ্বাস তাঁর।

সূত্র : ডিএনএ

মন্তব্যসাতদিনের সেরা