kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ছবি সাইফের ত্যাগ কারিনার

রংবেরং ডেস্ক   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছবি সাইফের ত্যাগ কারিনার

নানা কারণেই আলোচিত সাইফ আলী খানের ‘লাল কাপ্তান’। আঠার শতকের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে নাগা সাধুর চরিত্র করেছেন সাইফ। এই চরিত্রের জন্য তৈরি করতে নিতে হয়েছে দীর্ঘ প্রস্তুতি, শুটিংয়েও লেগেছে অনেক সময়। তবে সাইফ মনে করেন ‘লাল কাপ্তান’-এর জন্য তিনি নিজে যতটা ত্যাগ স্বীকার করেছেন, স্ত্রী কারিনা কাপুর খানও ততটাই করেছেন। ‘এই ছবির জন্য আমি ছয় মাস বাড়ি থেকে বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু কারিনা বা তৈমূর এটা নিয়ে মন খারাপ করেনি। ওদের সাহায্য ছাড়া কাজ করা কঠিন ছিল। পরিবার এভাবে পাশে এসে দাঁড়ালে কাজ সহজ হয়ে যায়,’ বলেন সাইফ। সাক্ষাৎকারে সাইফ ‘লাল কাপ্তান’ ছাড়াও কথা বলেন নিজের হিট ওয়েব শো ‘সেক্রেড গেমস’ নিয়েও। জানান সাধারণ দর্শকদের মতো তাঁরও সিরিজের দ্বিতীয় সিজন ততটা পছন্দ হয়নি।

সাইফের ‘লাল কাপ্তান’ মুক্তি পাবে ১৮ অক্টোবর।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা