kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

টিভি হাইলাইটস

১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



টিভি হাইলাইটস

শহরালী

শহরালী

 

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ‘শহরালী’। বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় ধারাবাহিক নাটকটি। রচনা ও পরিচালনা এজাজ মুন্না। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, নাদিয়া, শাহনাজ খুশী, মৌটুসী বিশ্বাস, নাবিলা ইসলাম, তামিম মৃধা, আহসান হাবিব নাসিম, আব্দুল কাদের, মাসুম বাশার।

 

সুরের বাঁধনে

মাছরাঙা টিভিতে রাত ১১টায় রয়েছে বিষয়ভিত্তিক গান, আড্ডা ও পরিবেশনা নিয়ে অনুষ্ঠান ‘সুরের বাঁধনে’। আজকের বিষয় ‘প্রিয়’। আজকের শিল্পী প্রদীপ কুমার নন্দী। বিশেষ অতিথি অসীম সাহা। উপস্থাপনা অদিতি মহসিন।

 

গ্লোবাল ফ্যামিলি

গৃহযুদ্ধের কারণে সোমালিয়ার একই পরিবারের কয়েকজন সদস্য আশ্রয় নিয়েছে জার্মানিতে, একজন এস্তোনিয়ায়, বাকিরা রয়ে গেছে নিজ দেশেই। এমন পরিণতি হয়েছে বিশ্বের অনেক শরণার্থী পরিবারেরই। এ নিয়ে প্রামাণ্যচিত্রটি, আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

 

ইন্ডিয়ান আইডল

আজ থেকে শুরু হচ্ছে গানের জনপ্রিয় ভারতীয় রিয়ালিটি শোটির ১১তম সিজন। বিচারক হিসেবে থাকছেন আনু মালিক, নেহা কক্কর ও বিশাল দাদলানি। উপস্থাপনায় আদিত্য নারায়ণ। দেখা যাবে প্রতি শনি ও রবিবার রাত ৮টা ৩০ মিনিটে।

মন্তব্য



সাতদিনের সেরা