kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

নারী দিবসে মুক্তি

রংবেরং প্রতিবেদক   

১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারী দিবসে মুক্তি

‘বেপরোয়া’য় রোশান ও ববি

রাজা চন্দের ‘বেপরোয়া’ ছবিতে প্রথমবার জুটি হন ইয়ামিন হক ববি ও রোশান। বারবার মুক্তির তারিখ পেছানোয় কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছবিটি আশানুরূপ ফল পায়নি। তবু দর্শকের কাছে ববি-রোশান জুটির আলাদা চাহিদা রয়েছে বলে মনে করেন পরিচালক ইফতেখার চৌধুরী। আর তাই দুজনকে নিয়ে নতুন ছবি ‘মুক্তি’ নির্মাণের ঘোষণা দিলেন, ‘প্রথম ছবিতে পর্দায় ওদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলাম। ওদের কাজে লাগাতে পারলে আরো সুপারহিট ছবি উপহার দেওয়া সম্ভব।’ ববি বলেন, “ছবিতে ‘মুক্তি’ আমার চরিত্রের নাম। ‘জেসমিন’ ও ‘বিজলী’র পর আরেকটি নারীপ্রধান ছবি এটি। অ্যাকশন দৃশ্যে দারুণ লাগে রোশানকে। ইফতেখারও জনপ্রিয় পরিচালক। আশা করছি সবাই মিলে দারুণ একটি অ্যাকশন ছবি উপহার দিতে পারব।” পরিচালক জানালেন, নভেম্বরের মাঝামাঝিতে শুটিং শুরু করবেন এবং সামনের বছর নারী দিবসে ছবিটি মুক্তি দেবেন।

মন্তব্যসাতদিনের সেরা