kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

নানা রকম ভূমি

রংবেরং ডেস্ক   

১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনানা রকম ভূমি

‘বালা’য় কালো মেয়ে ভূমি

২০১৫ সালে ‘দম লাগাকে হেইসা’ দিয়ে চমকে দিয়েছিলেন। ছবির জন্য ওজন বাড়িয়ে ৯০ কেজিরও বেশি হতে হয়েছিল ভূমি পেডনেকরকে। এরপর প্রায় সব ছবিতেই নিজেকে বদলে ফেলার চ্যালেঞ্জ নিয়েছেন অভিনেত্রী। ‘টয়লেট—এক প্রেম কথা’য় ওজন কমিয়ে হলেন ঝরঝরে। পরের ‘সনচারিয়া’র জন্য তো প্রায় অসম্ভবকে সম্ভব করতে হয়েছিল। নির্যাতিত নারীর মানসিক অবস্থা বোঝার জন্য মাসখানেক নিজেকে ঘরবন্দি রেখেছিলেন। এখানেই শেষ নয়, ২৫ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা ‘সান্ড কি আঁখ’ ছবিতে ভূমিকে দেখা যাবে বৃদ্ধার ভূমিকায়। সেই লুকের প্রশংসা যখন সর্বত্র, তখনই হাজির আরেক ছবি ‘বালা’র ট্রেলার। যেখানে ‘কালো মেয়ে’র ভূমিকায় ভূমি। মাত্র পাঁচ বছরের ক্যারিয়ারেই এত রকম চরিত্র করে এর মধ্যেই সমালোচকদের মন জয় করেছেন। ভূমি বলেন, ‘পর্দায় বাস্তবের চেয়ে নিজেকে আলাদা দেখাতেই আমার আনন্দ। এ জন্য সব সময়ই নিজেকে চ্যালেঞ্জ করতে চাই। বারবার চমকে দিতে চাই দর্শককে।’

পরের দুই ছবিতে ৭০ বছরের বৃদ্ধা এবং তথাকথিত কালো মেয়ের চরিত্র তাঁর ক্যারিয়ারেরই বড় ঘটনা বলেও উল্লেখ করেন অভিনেত্রী, “৭০ বছরের চরিত্র করাটা খুব কঠিন। তবে এটা যেকোনো অভিনেত্রীর স্বপ্নের চরিত্র। ‘বালা’য় আমি কালো মেয়ের চরিত্র করেছি। এতে একটা সামাজিক বার্তা আছে। ভারতের মতো দেশে যেখানে গায়ের রং অনেক ক্ষেত্রেই বড় ভূমিকা রাখে, সেটাই ছবিতে দেখানো হয়েছে।”

 

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসাতদিনের সেরা