kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

এবার কাজল

রংবেরং ডেস্ক   

১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার কাজল

রাধিকা আপ্তে, নওয়াজউদ্দিন সিদ্দিকী, সাইফ আলী খান, ইমরান হাশমি, মনোজ বাইপাইয়ের পর এবার ওয়েবে অভিষেক হচ্ছে কাজলেরও। নেটফ্লিক্সের অরিজিনাল ছবি ‘ত্রিভঙ্গ’তে দেখা যাবে অভিনেত্রীকে। কাজলের সঙ্গে তাঁর স্বামী অজয় দেবগনেরও স্ট্রিমিং সাইটে যাত্রা শুরু হচ্ছে। তবে তিনি থাকবেন ছবিটির প্রযোজকের ভূমিকায়। ‘ত্রিভঙ্গ’ মূলত মুম্বাইভিত্তিক ফ্যামিলি ড্রামা। তিন নারীর গল্প। ১৯৮০ সাল থেকে শুরু বর্তমান সময় পর্যন্ত তিন নারীর যাত্রা দেখানো হবে। ছবির পরিচালক টিভি অভিনেত্রী, উপস্থাপিকা রেণুকা সাহানে। ছবিতে কাজল ছাড়া অন্য দুই নারীর চরিত্র করবেন তনভি আজমি ও মিথিলা পালকর। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন কুনাল রায় কাপুর।

এ মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরুর কথা। ‘ত্রিভঙ্গ’ মুক্তি পাবে ২০২০ সালের শুরুর দিকে। 

সূত্র : হিন্দুস্তান টাইম, এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা