kalerkantho

সোমবার । ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৫  মে ২০২০। ১ শাওয়াল ১৪৪১

বাবার ছবিতে

রংবেরং ডেস্ক   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাবার ছবিতে

জাহ্নবী কাপুর

গত মাসেই ছেলে অর্জুন কাপুরকে নিয়ে ছবি বানানোর ঘোষণা দিয়েছিলেন প্রযোজক বনি কাপুর। এবার জানা গেল, তাঁর প্রযোজিত আরেক ছবিতে অভিনয় করবেন তাঁর মেয়ে জাহ্নবী কাপুর। ছবির নাম ‘বোম্বে গার্ল’। শুটিং শুরু হবে জানুয়ারিতে। খবরটি নিশ্চিত করেছেন বনি কাপুর নিজেই। বলেন, ‘মা-বাবা যখন তাঁর সন্তানের সঙ্গে কাজ করেন, এর চেয়ে আবেগঘন বিষয় আর কিছু হতে পারে না। আমিও তেমনই ছবিটি নিয়ে ভীষণ উত্তেজিত! তাতে জাহ্নবীকে একদম নতুন রূপে দেখা যাবে। এমন চরিত্রে ও আগে কখনো অভিনয় করেনি।’ একই সঙ্গে বনি মনে করিয়ে দিয়েছেন অর্জুনের সঙ্গে কাজ করার কথাও, ‘এর আগে যখন অর্জুনের সঙ্গে ছবি করার ব্যাপারটা চূড়ান্ত হয়, তখনো এমনই আনন্দ পেয়েছিলাম আমি।’ সেপ্টেম্বরে তামিল ছবি ‘কোমালি’র হিন্দি রিমেক প্রযোজনার ঘোষণা দেন বনি। তাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অর্জুন কাপুর। অবশ্য কেবল কাপুররাই নয়, দর্শকদের এমন বাবা-মেয়ের যুগলবন্দির ছবি উপহার দিচ্ছে ভাট পরিবারও। বাবা মহেশ ভাটের ছবি ‘সড়ক ২’-এ অভিনয় করছেন আলিয়া ভাট। সে ছবি দিয়ে দুই দশক পর পরিচালনায় ফিরেছেন মহেশ। মুক্তি পাবে সামনের বছর জুলাইতে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা