kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

ধরা পড়ল ক্যান্সার

রংবেরং প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেধরা পড়ল ক্যান্সার

এন্ড্রু কিশোরকে দেখতে হাসপাতালে ওমর সানী

সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শরীরে ক্যান্সার ধরা পড়েছে। ২২ সেপ্টেম্বর দুপুর নাগাদ এ তথ্য জানান অভিনেতা ওমর সানী। এন্ড্রু কিশোরকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তিনি নিশ্চিত করেন ক্যান্সার শনাক্তের পর এন্ড্রুকে কেমোথেরাপি দেওয়ার কথাও, ‘মোট ১৮টা কেমো দিতে হবে। তবে দাদা মানসিকভাবে শক্ত আছেন। সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন তিনি। উপহার দেবেন নতুন নতুন গান।’

কিডনি ও হরমোনজনিত সমস্যা নিয়ে ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। শুরু থেকেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রতিদিনই জ্বরে ভুগছিলেন তিনি, ক্রমেই কমছিল ওজন। অবশেষে নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে ক্যান্সারে ভুগছেন দেশবরেণ্য এই শিল্পী।

মন্তব্যসাতদিনের সেরা