kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

আরো খবর

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► নিতেশ তিওয়ারির ৬০০ কোটি রুপির ‘রামায়ণ’-এ অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন শ্রদ্ধা কাপুর। সে জন্য রণবীর কাপুর-অজয় দেবগনের সঙ্গে এক ছবিতে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দেওয়ার কথা ভাবছেন শ্রদ্ধা।

► ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে রণবীর কাপুর-আলিয়া ভাট একসঙ্গে আর কোনো ছবি করবেন না। সে জন্য এর মধ্যেই অনেক ছবি ফিরিয়ে দিয়েছেন।

► ইনস্টাগ্রামে দিশা পাতানির অনুসারীর সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে।

► প্রথম কিস্তির মতো ‘কিক ২’-এও সালমান খানের সঙ্গে অভিনয় করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ। যদিও আগে শোনা গিয়েছিল ছবিতে নতুন কাউকে সুযোগ দেওয়া হবে।

► পিছিয়েছে ভিকি কৌশল অভিনীত ‘ভূত’ ছবির মুক্তি। আগামী বছর ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। বদলে ১৫ নভেম্বর মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বালা’।

► তেলেগু ছবি ‘অরুন্ধতি’র রিমেকে অভিনয়ের জন্য কারিনা কাপুর ও আনুশকা শর্মা দুজনেরই নাম শোনা যাচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা