kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

কেবলই শুরু

রংবেরং ডেস্ক   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকেবলই শুরু

রাধিকা আপ্তে

আগেই জানা গিয়েছে ‘লাস্ট স্টোরিজ’-এর জন্য রাধিকা আপ্তের অ্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়ার খবর। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হলেন এই অভিনেত্রী। প্রথমবারেই জায়গা করে নিলেন অ্যামির মতো মর্যাদাপূর্ণ আসরের মনোনয়ন তালিকায়। এ সাফল্যে রীতিমতো আনন্দে ভাসছেন রাধিকা। জানালেন, খবরটি শুনে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না, ‘অনুরাগ [অনুরাগ কশ্যপ] আমাকে বলার পরও বিশ্বাস হচ্ছিল না খবরটা। অন্তত পাঁচবার তাকে জিজ্ঞেস করেছি, সে আসলেই অ্যামির কথা বলছে কি না।’ এটাকে নিজের কাজের মূল্যায়ন হিসেবেই দেখছেন অভিনেত্রী, ‘এমন সম্মানজনক পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়াটাই অনেক বড়। আমার চেষ্টা আর পরিশ্রমের স্বীকৃতি এটা।’ শুধু নিজেরই নয়, এই মনোনয়নকে রাধিকা দেখছেন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ভারতের ভালো কাজের প্রমাণ হিসেবেও। বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, এটা কেবলই শুরু। সামনের বছরগুলোতে ভারত থেকে আন্তর্জাতিক পুরস্কারে আরো বেশি করে মনোনয়ন পাওয়া যাবে।’

মন্তব্যসাতদিনের সেরা