kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

রানি বিয়ন্সে!

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরানি বিয়ন্সে!

এবার বিয়ন্সের মোমের মূর্তি স্থাপন করেছে লন্ডনের মাদাম তুসো জাদুঘর। তবে বিয়ন্সে ভক্তদের এর চেয়েও বড় চমক উপহার দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। উন্মোচনের দিন মূর্তিটা স্থান পেয়েছে ব্রিটেনের রানির স্থলে! সে কারণে বৃহস্পতিবার সরিয়ে রাখা হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি। এক দিনের জন্য জাদুঘরে রাজপরিবারের সদস্যদের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে ছিল মোমের বিয়ন্সে। জাদুঘরের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সে ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘সিংহাসন গ্রহণ করুন, রানি বিয়ন্সে।’ জাদুঘরটির জেনারেল ম্যানেজার স্টিভ ডেভিস বলেন, ‘বিয়ন্সে সংগীতের জীবন্ত কিংবদন্তি। ভক্তরা হৃদয়ের সিংহাসনে তাঁকে অনেক আগেই বসিয়েছেন। আমাদেরও মনে হয়েছে, কেউ যদি রানির স্থলে দাঁড়ানোর যোগ্য হন, তবে তিনি বিয়ন্সেই।’ সে অবশ্য এক দিনের জন্য। পরদিন থেকে বিয়ন্সের মূর্তিটির স্থান হয়েছে এড শিরান, অ্যাডেল, রিহানাদের মূর্তির পাশে।

মন্তব্যসাতদিনের সেরা