kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

ক্যামেরাম্যান নিয়ে স্কুলে

রংবেরং ডেস্ক   

১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্যামেরাম্যান নিয়ে স্কুলে

সেলেনা গোমেজের জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্র্যান্ড প্রেইরিতে। পড়াশোনাও করেছেন সেখানে। রবিবার শহরটিতে তাঁর ছোটবেলার বাসায় গিয়েছিলেন এই গায়িকা-অভিনেত্রী। তাঁর দুই দিন পরে ঘুরে এসেছেন ছোটবেলার স্কুল থেকেও। সেখানকার বেশ কিছু ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছে একটি ফ্যানপেজ। তবে এ ঘটনা নিয়ে আলোচনার মূল কারণ গায়িকার সফরসঙ্গী—ক্যামেরাম্যান। স্কুলে গিয়ে ভক্তদের সঙ্গে ছবি তোলা, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলাসহ সব কিছুই ধারণ করা হয়েছে ক্যামেরায়। পাশাপাশি স্কুলের বিভিন্ন জায়গায় গিয়ে ক্যামেরার সামনে স্মৃতিচারণাও করেছেন সেলেনা। সব মিলিয়ে ভক্তদের ধারণা, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রামাণ্যচিত্র বানাচ্ছেন গায়িকা। মুক্তি পাবে তাঁর পরবর্তী অ্যালবামের সঙ্গে। দীর্ঘ প্রতীক্ষা শেষে এই বছরই গায়িকার তৃতীয় অ্যালবাম প্রকাশ পাবে বলে আশা তাঁদের। এ ব্যাপারে জুনেই সেলেনা বলেছিলেন, ‘রেকর্ডিং শেষ হয়ে গেছে। আর অল্প কিছু কাজ বাকি।’ আর জুলাইয়ে গায়িকার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, ‘নতুন গানগুলোতে সেলেনার ব্যক্তিগত জীবনের অনেক বিষয় উঠে আসবে। গত কয়েক বছরে সে কঠিন সময়ের ভেতর দিয়ে গেছে। সেসব কথা সবাইকে জানাতে এখন প্রস্তুত সে।’ হতে পারে প্রামাণ্যচিত্রটি তারই একটি অংশ।

মন্তব্যসাতদিনের সেরা