kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

৭৬তম ভেনিস চলচ্চিত্র উৎসব

জোকারের হাতেই সোনার সিংহ

রংবেরং ডেস্ক   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজোকারের হাতেই সোনার সিংহ

সোনার সিংহ হাতে টড ফিলিপ্স

৭৬তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছে ‘জোকার’। ‘জোকার’ই প্রথম সুপারহিরো ছবি, যা বড় কোনো উৎসবে সেরার পুরস্কার জিতল। ডিসি কমিক্সের জনপ্রিয় এই খল চরিত্র নিয়ে ছবিটি প্রদর্শনীর দিনেই ব্যাপক সাড়া ফেলেছিল উৎসবে। পেয়েছিল টানা আট মিনিট ধরে অভিবাদন। ৭ সেপ্টেম্বর রাতে ছবির জন্য পুরস্কার গ্রহণ করে ‘ভেরি ব্যাড ট্রিপ’খ্যাত পরিচালক টড ফিলিপস বলেন, ‘এটা আসলে হকিন ফোনিক্সের [ছবির অভিনেতা] অসাধরণ পারফরম্যান্সের প্রতিই শ্রদ্ধা জানানো। আমার মতে এটা সবচেয়ে সাহসী, মুক্তমনা গোল্ডেন লায়ন।’ জোকার চরিত্র করা ফোনিক্স স্বীকৃতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ছবিটি নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকের মতে ছবিতে একটি খল চরিত্রকে মহিমান্বিত করার চেষ্টা হয়েছে। ৪ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

উৎসবের দ্বিতীয় সেরা গ্রান্ড জুরি পুরস্কার পেয়েছেন রোমান পোলানস্কি। ‘অ্যান অফিসার অ্যান্ড আ স্পাই’-এর জন্য এ পুরস্কার পান তিনি। তবে উৎসবে পরিচালক হাজির ছিলেন না। তাঁর হয়ে পুরস্কার নেন ছবির অভিনেত্রী ও পরিচালকের স্ত্রী ইমানুয়েল সেইনার। সিলভার লায়ন বা সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রয় অ্যান্ডারসন [অ্যাবাউট এন্ডলেসনেস]। এ ছাড়া সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার গেছে লুকা মারিনেলি [মার্টিন এডেন, ইতালি-ফ্রান্স] এবং আরিয়ানা স্ক্যরিড [গ্লোরিয়া মুনডি, ফ্রান্স] আগের দুই বছর ভেনিস উৎসবের সেরা ছবি ‘শেপ অব ওয়াটার’ ও ‘রোমা’ অস্কারেও সেরা ছবির পুরস্কার জিতেছিল। ‘জোকার’ও কি সেই তালিকায় নাম লেখাবে?

মন্তব্যসাতদিনের সেরা