kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

ক্যালেন্ডারে দিন কম পড়েছে!

রংবেরং ডেস্ক   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্যালেন্ডারে দিন কম পড়েছে!

আগের কয়েক বছর টানা ব্যর্থতায় তেমন সুযোগ মিলছিল না। শ্রদ্ধা কাপুরের নাম ভুলতে বসেছিল মানুষ। সেই শ্রদ্ধাই এখন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। গেল বছর ‘স্ত্রী’র অভাবনীয় সাফল্যের পর একটার পর একটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ব্যস্ততা এতই বেশি যে আগামী দুই বছর নাকি তাঁর ক্যালেন্ডারে ফাঁকা দিন নেই। কোনো পারিবারিক অনুষ্ঠান তো বটেই নিজের জন্য প্রয়োজনীয় ছুটি কাটানোই মুশকিল হয়ে পড়েছে শ্রদ্ধার। এর মধ্যে নতুন খবর ‘ভুল ভুলাইয়া ২’-তেও অভিনয় করবেন তিনি। অভিনেত্রীর একটি সূত্র জানিয়েছে, ‘স্ত্রীর’ পর ফের হরর ছবিতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন শ্রদ্ধা, এ জন্য ব্যস্ত সূচির মধ্য থেকেও সময় বের করার চেষ্টা করছেন। যদিও শুরুতে ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়াল করার কথা ছিল সারা আলী খানের। কিন্তু সময়ের অভাবে তিনি পারছেন না। শ্রদ্ধার টানা ব্যস্ততায় অভিনেত্রী নিজে দারুণ খুশি হলেও তাঁর পরিবার বেজায় নাখোশ। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বাবা শক্তি কাপুর বলেছিলেন, ‘শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সতেজ না থাকলে ঠিকভাবে অভিনয় করা যায় না। বেশি চাপ নিয়ে যেকোনো সময় ভেঙে পড়ার শঙ্কা থাকে।’

মন্তব্যসাতদিনের সেরা