kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

আরো খবর

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►    ২৮ সেপ্টেম্বর লতা মুঙ্গেশকরের ৯০তম জন্মদিনে তাঁকে ‘ডটার অব দ্য নেশন’ সম্মাননা দিতে যাচ্ছে ভারত সরকার।

►    কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা মহেশ ভাটের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন তাঁর মেয়ে পূজা ভাট। বাবার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘বাবা ভালোভাবেই বেঁচে আছেন, আমাদের শাসনও করছেন।’

►    সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘মারজাওয়া’ ছবির সঙ্গে নিজের ‘পাগলপান্তি’ মুক্তির তারিখ অদল বদল করেছেন জন আব্রাহাম। ‘মারজাওয়া’ ৮ আর ‘পাগলপান্তি’ ২২ নভেম্বর মুক্তি পাবে।

►    এবার শোনা যাচ্ছে, আলী আব্বাস জাফরের  একটি অ্যাকশন ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চালাচ্ছেন শাহরুখ খান।

►    ২৫ বছর পর আবারও মারাঠি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। ছবির নাম ‘এবি অ্যান্ড সিডি’।

►    রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘২.০’ শুক্রবার চীনে ৪৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা লিকা প্রডাকশনস।

►    মাঝে আরিয়ানা গ্রান্দে ও মাইকি ফস্টারের প্রেমের খবর শোনা গেলেও, গায়িকার ভাই ফ্রাংকি বলেছেন, গ্রান্দে বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে নেই।

মন্তব্যসাতদিনের সেরা