kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

দিগন্ত সামাদের কণ্ঠে ইংরেজি গান

রংবেরং প্রতিবেদক   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিগন্ত সামাদের কণ্ঠে ইংরেজি গান

বরেণ্য অভিনেতা টেলি সামাদের ছেলে দিগন্ত টেলি সামাদের গানে হাতেখড়ি ছয় বছর বয়সে। স্কুলজীবন থেকেই গাইছেন বিভিন্ন অনুষ্ঠানে। ব্যান্ড করেন ২০০৫ সাল থেকে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যান্ড ‘জার্গ’ এর ভোকাল হিসেবে কণ্ঠ দেন চারটি গানে। এরপর নিজেই গড়েছেন ‘রন্ড’ নামের একটি ব্যান্ড। তবে এ মুহূর্তে একক ক্যারিয়ারের দিকেই বেশি মনোযোগী এ দিগন্ত। প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন একটি ইংরেজি গানে। ‘গ্রো’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন নিজেই। সংগীতায়োজন এ এস ইমন। সম্প্রতি গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল হাফিজ খান। কিছুদিনের মধ্যেই ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হবে। পাওয়া যাবে বিভিন্ন অ্যাপসে।

দিগন্ত বলেন, ‘আমার গানের সবচেয়ে বড় উৎসাহ ছিলেন বাবা। এই সময়টায় তাঁকে খুব মিস করছি। আমাদের জীবনে নানা সময় নানা ভীষণ্নতা আসে। তখন আমরা বুঝে না বুঝে অনেক কিছু করে ফেলি। কিন্তু আমাদের উচিত আগে জীবন নিয়ে সুন্দর করে ভাবা, তারপর সামনে আগানো। এমন বিষয় নিয়েই গানটি। আশাকরি সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাব।’

মন্তব্যসাতদিনের সেরা