kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

মুখোশে বিশ্বাস...

রংবেরং ডেস্ক   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমুখোশে বিশ্বাস...

পরিচালক উডি অ্যালেনের বিরুদ্ধে অভিযোগটা বহু পুরনো। তাঁর ও অভিনেত্রী মিয়া ফ্যারোর মেয়ে ডিলান ফ্যারোকে যৌন নিপীড়ন করেছিলেন তিনি! তাও মাত্র সাত বছর বয়সে! উডি অবশ্য বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছেন। তখন তদন্তের রায়ও এসেছিল উডির পক্ষে। তবে ডিলান কখনোই তা মেনে নেননি। বছর দুই আগে ‘মি টু’ আন্দোলন শুরু হলে আবারও সে অভিযোগ নতুন করে তোলেন ডিলান। এ যাত্রায় অনেকেরই সমর্থন পান তিনি। উডির ছবিতে অভিনয় করা অনেকেই বলেন, আর কাজ করবেন না তাঁর সঙ্গে। এমনকি আগের ছবিগুলোর জন্য অনুশোচনাও প্রকাশ করেন। তবে সে পথে হাঁটেননি স্কারলেট জোহানসন। উডির ‘ম্যাচ পয়েন্ট’, ‘স্কুপ’ ও ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ ছবিতে অভিনয় করা এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরং উডিরই পক্ষ নেন, ‘আমি উডিকে বিশ্বাস করি। তাঁর ছবিতে অভিনয় না করার প্রশ্নই ওঠে না।’ ‘ব্ল্যাক উইডো’ তারকার এমন মন্তব্যে উঠেছে সমালোচনার ঝড়। এবার তাতে শামিল হলেন স্বয়ং ডিলান। টুইটারে অভিনেত্রীর এই মন্তব্যের একটি খবরের পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘গত দুই বছরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি। নিপীড়ক পুরুষরা প্রায়ই নিরীহ ভদ্রলোকের মুখোশ পরে ঘুরে বেড়ায়। সবাই সেই মুখোশটাকেই বিশ্বাস করে। স্কারলেটেরও একই অবস্থা। সত্যিটা জানতে ওর অনেক দেরি। সমস্যা হলো, ভাবছে ও সবই জানে।’

মন্তব্যসাতদিনের সেরা