kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

টিভি হাইলাইটস

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

অজ্ঞ-বিজ্ঞ সমাচার

অজ্ঞ-বিজ্ঞ সমাচার

এটিএন বাংলায় রাত ৯টায় আবার প্রচারিত হবে হানিফ সংকেতের রচনা-পরিচালনায় গত ঈদের বিশেষ নাটক ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’। অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, জাকিয়া বারী মম, নিমা রহমান, সাবরিনা নিসা, ফাহিম, নজরুল ইসলাম প্রমুখ।

 

বৈশাখী সকালের গানে সালমান শাহ

প্রয়াত অভিনেতা সালমান শাহর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখী সকালের গান’। প্রচারিত হবে সকাল ৮টা ২৫ মিনিটে। অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী নওরীন।

 

 

দ্য ক্লাইমেট এক্সোডাস

আফ্রিকার সাহেল অঞ্চলের পানির প্রধান উৎস চাদ হ্রদ। গত ৬০ বছরে সে হ্রদের ৯০ শতাংশ শুকিয়ে গেছে। ফলে সেখানকার প্রায় চার লাখ লোককে শরণার্থী হয়ে অন্যত্র চলে যেতে হয়েছে। প্রামাণ্যচিত্রটি দেখা যাবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।

 

ইরাবতীর চুপকথা

ইরাবতী মিত্রর বয়স ৩২। বিয়ে করেননি। মা-বাবার মৃত্যুর পর একাই থাকেন। ঘর-অফিস সমান তালে সামলে সুখের জীবন। কিন্তু এই জীবনে অজানা  অনেক কিছুই আছে। দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিটে, স্টার জলসায়।

মন্তব্যসাতদিনের সেরা