kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

আবারও বুসান

রংবেরং প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবারও বুসান

‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’—পর পর মোস্তফা সরয়ার ফারুকীর চারটি ছবি প্রদর্শিত হয়েছে বুসানে। তিন বছর আগে এশিয়ার মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বও পালন করেছিলেন ফারুকী। বলা যায়, দক্ষিণ কোরিয়ার এই আসরের নিয়মিত মুখ বাংলাদেশি এই পরিচালক। ৩-১২ অক্টোবর বুসানে বসবে উৎসবের ২৪তম আসর। এবারও প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে গুলশান হামলার অনুপ্রেরণায় নির্মিত ফারুকীর ছবি—‘শনিবার বিকেল’। বাংলাদেশের সেন্সরবোর্ড ছবিটিকে ছাড়পত্র দিতে আপত্তি জানালেও এরই মধ্যে মস্কো, সিডনি ও মিউনিখ উৎসবে প্রদর্শিত হয়েছে। এপ্রিলে মস্কো উৎসবে দুটি বিশেষ জুরি পুরস্কারও জিতেছিল ছবিটি। বুসান উৎসবে যোগ দিতে ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় যাবেন পরিচালক। অক্টোবরের শেষ সপ্তাহে বসবে হংকং এশিয়ান চলচ্চিত্র উৎসব, এই আসরেও প্রদর্শিত হবে ‘শনিবার বিকেল’। ছবিটির অভিনয় ও কলাকুশলীর তালিকায় আছেন বাংলাদেশ, ভারত, ফিলিস্তিন ও জার্মানির বেশ কয়েকজন। প্রধান চরিত্রগুলোতে আছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ যাকের, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায় ও ফিলিস্তিনের ইয়াদ হুরানি।

মন্তব্যসাতদিনের সেরা