kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

আরো খবর

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦  নেটফ্লিক্সের আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ম্যান বুকার পাওয়া ‘দ্য হোয়াইট টাইগার’ অবলম্বনে তৈরি হবে ছবিটি। এতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা ও রাজকুমার রাওকে। অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করবেন ভারতীয় অভিনেত্রী। এর আগে স্ট্রিমিং সাইটটির একটি সুপারহিরো ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা।

♦  ওপার বাংলার পরিচালক অরিন্দম শীল এবার হিন্দি ছবির কাজ করছেন। একটি বলিউড ও একটি নেটফ্লিক্স ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বলিউড ছবিটি হবে ২০১৭ সালে পরিচালকের তৈরি করা বাংলা ছবি ‘ধনঞ্জয়’-এর রিমেক। যেখানে অজয় দেবগন ও সাইফ আলী খান থাকতে পারেন। নেটফ্লিক্সের ছবির ব্যাপারে অবশ্য এখনো বিস্তারিত জানা যায়নি।

♦       মুক্তির পাঁচ দিনেই ৩৫০ কোটি রুপি [৪০৯ কোটি টাকা] ব্যবসা করেছে ‘সাহো’। ছবিটি তৈরিতে এই পরিমাণ অর্থই লেগেছিল।

মন্তব্যসাতদিনের সেরা