kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

টিভি হাইলাইটস

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে আয়োজন

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে চ্যানেল আই তিনটি অনুষ্ঠানের আয়োজন করেছে—সকাল সাড়ে ৭টায় ‘গানে গানে সকাল শুরু’তে সাবিনা ইয়াসমিনের গান পরিবেশন করবেন ঝিলিক। দুপুর ১২টা ৩০ মিনিটে ‘তারকাকথন’ অনুষ্ঠানে আফজাল হোসেনের উপস্থাপনায় লালগালিচা সংবর্ধনা। দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’-এর বিশেষ পর্বে প্রচারিত হবে সাবিনার গান।

 

সালমান স্মরণে মিউজিক ক্লাব

৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাজানো হয়েছে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ পর্ব। অনুষ্ঠানে তাঁর অভিনীত চলচ্চিত্রের গান গাইবেন সাব্বির ও লুইপা। দেখানো হবে রাত ১১টা ২৫ মিনিটে, বাংলাভিশনে।

 

বম্বস ইন দ্য সি

বিশ্বযুদ্ধের পর জার্মান উপকূলে গোলাবারুদ ও রাসায়নিক অস্ত্র জমা হয়। সমুদ্রের নিচের বিপুল এই অস্ত্রভাণ্ডার দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠছে। এ নিয়ে প্রামাণ্যচিত্র রাত ১১টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।

 

ক্রসিং লাইনস

ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে একের পর এক অপরাধ হচ্ছে, যা ঠেকাতে মাঠে নামে বিশেষ এক বাহিনী। ক্রাইম-ড্রামা ঘরানার এই সিরিজের আজকের পর্ব দুপুর ২টা ৫২ মিনিটে, এএক্সএনে।

মন্তব্যসাতদিনের সেরা