kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

কুসংস্কারে বিশ্বাসী

রংবেরং ডেস্ক   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুসংস্কারে বিশ্বাসী

মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য যোয়া ফ্যাক্টর’-এ কুসংস্কারে বিশ্বাসী এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। তবে এক সাক্ষাৎকারে সোনম কাপুর জানিয়েছেন, পর্দার মতো বাস্তব জীবনেও কুসংস্কার বিশ্বাস করেন তিনি! সফলতার মূল সূত্র কঠোর পরিশ্রম—অভিনেত্রী এটা বিশ্বাস করলেও মনে মনে আস্থা রাখেন সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্রে। তাঁর এই বিশ্বাস অবশ্য ‘জীবন থেকে পাওয়া’ অভিজ্ঞতার ফল। সোনম নামের অর্থ ভাগ্যবান। তিনি জন্মের পর থেকেই বাবা অনিল কাপুর সাফল্য পেতে থাকেন। ‘রাম লক্ষ্মণ’ ও ‘তেজাব’-এর মতো হিট ছবি উপহার দেন। অনিলের ক্যারিয়ার গ্রাফই বদলে যায়। সোনম তাই মনে করেন এসবের পেছনে পরিশ্রম ছাড়াও সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্রের প্রভাব আছে।

‘দ্য যোয়া ফ্যাক্টর’ কমেডি ঘরানার ছবি। সোনম মনে করেন ‘নীরজা’-র মতো সিরিয়াস ছবি করে তিনি সমালোচকদের প্রশংসা পেলেও কমেডি ছবিতেই তাঁকে বেশি মানায়।

অভিনেত্রী বিশ্বাস করেন মালায়ালাম তারকা দুলকার সালমানের সঙ্গে তাঁর এই ছবি দর্শকরা পছন্দ করবেন। 

মন্তব্যসাতদিনের সেরা