kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

অমিতাভের নামে জলপ্রপাত

রংবেরং ডেস্ক   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅমিতাভের নামে জলপ্রপাত

সিকিম ঘুরতে গিয়ে অমিতাভ বচ্চনকে চমকে দিয়েছেন তাঁর এক ভক্ত! না, রাজিব মিত্র নামের সেই ভক্ত উল্টোপাল্টা কিছু করেননি। স্রেফ ট্যুর গাইডদের সঙ্গে সেলফি তুলেছেন একটা জলপ্রপাতের সামনে। টুইটারে সে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সিকিমে আসব, আর তাঁর নামের জায়গায় যাব না, তা কী হয়!’ চমক আসলে ওই জলপ্রপাতের নামেই—অমিতাভ বচ্চন জলপ্রপাত। রাজিব ছবিটা পোস্ট করেন বুধবারে। শুক্রবার তা পড়ে নিজের চোখকেও যেন বিশ্বাস হয়নি বিগ বির। রাজিবের পোস্টটা রিটুইট করে লিখেছেন, ‘এটা কি আসলেও সত্যি! জলপ্রপাতের নামটা?’ আগে ওটার নাম ছিল ভিম নালা জলপ্রপাত। তবে সিকিমের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর একটি হওয়ায় পরে এটার নামকরণ করা হয়েছে দীর্ঘদেহী এই অভিনেতার নামে।

মন্তব্যসাতদিনের সেরা