kalerkantho

টিভি হাইলাইটস

২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

ঘুমন্ত শহরে

জীবন যেখানে যেমন

তারানা হালিমের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইয়ের প্রামাণ্য অনুষ্ঠান ‘জীবন যেখানে যেমন’। প্রচারিত হবে রাত ১১টা ৩০ মিনিটে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের দুঃখকষ্ট তুলে ধরা হয়  এ অনুষ্ঠানে।

 

ঘুমন্ত শহরে

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ‘ঘুমন্ত শহরে’। প্রতি রবি, সোম ও মঙ্গলবার প্রচারিত হয় ধারাবাহিক নাটকটি। রচনা খায়রুল বাসার নির্ঝর, পরিচালনায় নজরুল ইসলাম রাজু। অভিনয়ে এফ এস নাঈম, অর্ষা, ফারহানা মিলি, ভাবনা, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, জিয়াউল হাসান কিসলু, মিলি বাশার, মাজনুন মিজান, শামীমা তুষ্টি প্রমুখ।

 

চারকোল

সেফ বারবিকিউয়ের কাঠকয়লার জন্যই ব্যাপকভাবে ক্রান্তীয় বৃষ্টিবন নিধন করা হচ্ছে। এ নিয়ে তথ্যচিত্র প্রচারিত হবে রাত ১১টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।

 

কুঞ্জছায়া

মাস্টার দাদু ও তার নাতনিকে নিয়ে গল্প। কেউ মাস্টার দাদুকে চোখ রাঙালে তার হাল বেহাল করে ছাড়ে নাতনি। কিন্তু কে এই মাস্টার দাদু? আজ শুরু হওয়া ধারাবাহিকটির প্রধান দুই চরিত্র করেছেন পল্লবী দে ও সোমরাজ মাইতি। প্রচারিত হবে সোম থেকে শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে, স্টার জলসায়।

মন্তব্য