kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

আরো খবর

২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

► গতকাল প্রকাশিত হলো অমিতাভ রেজার আলোচিত ছবি ‘রিকশা গার্ল’-এর প্রথম পোস্টার। মিতালি পারকিন্সের বেস্টসেলার ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত ছবির পোস্টারে উঠে এসেছেন ছবির নায়িকা নভেরা রহমান।

► উল্টো করে বই ধরে পোজ দেওয়ার জন্য বিদ্রুপের শিকার হয়েছেন জাহ্নবী কাপুর। একটি বইয়ের প্রকাশনায় হাজির হয়েছিলেন অভিনেত্রী।

► দক্ষিণী অভিনেতা প্রভাষ জানিয়েছেন, আপাতত আর বড় বাজেটের ছবি করবেন না। ‘বাহুবলি’র পর ‘সাহো’—বড় দুই ছবির পেছনে প্রায় সাত বছর সময় দিতে হয়েছে অভিনেতাকে! এ জন্য মন দিতে চান অল্প বাজেটের ছবিতে, যেগুলো কয়েক মাসের মধ্যেই শেষ করা যাবে।

► ‘ব্ল্যাক প্যান্থার’-এর সিক্যুয়াল মুক্তি পাবে ২০২২ সালের ৬ মে। প্রথমটির মতো এটিও পরিচালনা করবেন রায়ান কুগলার।

► আলোচিত টিভি সিরিজ ‘বেকিং ব্যাড’ থেকে তৈরি হচ্ছে চলচ্চিত্র। অ্যারন পল অভিনীত ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে অক্টোবরে।

► মঙ্গল গ্রহের একটি শিলাখণ্ড বিখ্যাত ব্যান্ড ‘রোলিং স্টোন’-এর নামে নামকরণ করেছে মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’।

► পঞ্চম সিজনেই শেষ হচ্ছে ‘ব্যালার্স’, নিশ্চিত করেছেন ডোয়াইন জনসন।

মন্তব্যসাতদিনের সেরা