kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

অবশেষে সাফল্য

রংবেরং ডেস্ক   

২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅবশেষে সাফল্য

শেষ কবে সাফল্য দেখেছিলেন সেটা হয়তো ভুলেই গিয়েছিলেন। ২০১৫ সালের পর এই চার বছরে ৯টি ছবি মুক্তি পেয়েছে সোনাক্ষী সিনহার। ছবিগুলোর মধ্যে যেমন বড় বাজেটের বহু তারকাময় ‘কলঙ্ক’ আছে, তেমনি আছে ‘খানদানি শেফাখানা’র মতো বিষয়ভিত্তিক ছোট বাজেটের ছবি। কিন্তু কিছুতেই কিছু হয়নি। একের পর এক ফ্লপ হয়েছে সিনেমা। অবশেষে ৯ ছবির ব্যর্থতার পর দশমটিতে এসে সফলতার মুখ দেখলেন সোনাক্ষী। তাঁর অভিনীত ‘মিশন মঙ্গল’ ১০ দিনে ১৩৫ কোটি রুপি আয় করেছে। মনে করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে ছবিটি ২০০ কোটির মাইলফলকও স্পর্শ করবে। এই ছবি প্রচারের আগে থেকেই অবশ্য চাঙ্গা মনে হয়েছে অভিনেত্রীকে। অনেকেই বলছেন, ছবিতে অক্ষয় কুমার থাকায় সোনাক্ষী নিশ্চিত ছিলেন ‘মিশন মঙ্গল’ হিট হবেই। কারণ গত চার বছরে অভিনেতার কোনো ছবিই ১০০ কোটির নিচে ব্যবসা করেনি। এ ছাড়া ছয় বছর ধরে ভারতের স্বাধীনতা দিবসে নিয়ম করে দেশপ্রেমনির্ভর ছবি নিয়ে হাজির হন অভিনেতা, সেগুলোর বেশির ভাগই ব্লকবাস্টার হিট হয়েছে। অক্ষয়ের কারণেই হোক আর যেভাবেই হোক, টানা ব্যর্থতা কাটিয়ে উঠতে পেরে খুশি সোনাক্ষী। অভিনেত্রী আশা করতে পারেন, তাঁর পরের ছবিও হিট হবে। কারণ পরের ছবি ‘দাবাং ৩’-এ যে আছেন সালমান খান!

মন্তব্যসাতদিনের সেরা