kalerkantho

সর্বোচ্চ আয় জনসনের বলিউডের একমাত্র অক্ষয়

রংবেরং ডেস্ক   

২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসর্বোচ্চ আয় জনসনের বলিউডের একমাত্র অক্ষয়

ফোর্বসের জরিপে সর্বোচ্চ আয় করা অভিনেতা হয়েছেন ডোয়াইন জনসন। তাঁর আয় আট কোটি ৯৪ লাখ ডলার [প্রায় ৭৫৬ কোটি টাকা]। প্রতিবছরের মতো এবারও ২০১৮ সালের ১ জুন থেকে এ বছরের ১ জুন পর্যন্ত অভিনেতাদের আয়ের হিসাব করা হয়েছে। গেল দুই বছর এই তালিকার দ্বিতীয় ছিলেন জনসন। ২০১৮-১৯ সালে ‘হবস অ্যান্ড শ’ এবং ‘স্কাইস্ক্রাপার’-এ অভিনয় করেন তিনি। এ ছাড়া প্রযোজনা করেন ‘ফাইটিং উইথ মাই ফ্যামিলি’ ও ‘শ্যাজাম’। সর্বোচ্চ আয় করা অভিনেতাদের মধ্যে দুইয়ে ও তিনে আছেন ক্রিস হেমসওয়ার্থ ও রবার্ট ডাউনি জুনিয়র। তাঁদের আয় যথাক্রমে সাত কোটি ৬৪ লাখ ডলার [৬৪৬ কোটি টাকা] ও ছয় কোটি ৬০ লাখ ডলার [প্রায় ৫৫৮ কোটি টাকা]। তালিকার সেরা দশে একমাত্র বলিউড অভিনেতা অক্ষয় কুমার। চারে থাকা অক্ষয়ের আয় ছয় কোটি ৫০ লাখ ডলার [৫৫০ কোটি টাকা প্রায়]। এশিয়ার আরেক প্রতিনিধি জ্যাকি চান আছেন পাঁচে। গেলবার শীর্ষে থাকলেও এবার সেরা দশেই জায়গা হয়নি জর্জ ক্লুনির!

 

মন্তব্য