kalerkantho

টিভি হাইলাইটস

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

সবুজ আলপথে একদিন

সবুজ আলপথে একদিন

এনটিভিতে রাত ৯টা ২৫ মিনিটে রয়েছে একক নাটক ‘সবুজ আলপথে একদিন’। রচনা প্রসূন রহমান, পরিচালনা কৌশিক শংকর দাশ। অভিনয়ে নোবেল, সাদিয়া ইসলাম মৌ, এ কে আজাদ সেতু, হারুনুর রশীদ প্রমুখ।

 

সুরের বাঁধনে

মাছরাঙা টেলিভিশনে রাত ১১টায় রয়েছে বিষয়ভিত্তিক গান, আড্ডা ও পরিবেশনা নিয়ে অনুষ্ঠান ‘সুরের বাঁধনে’। আজকের বিষয় ‘ঝড়’। পরিবেশনায় রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ইমদাদুল হক মিলন। উপস্থাপনা অদিতি মহসিন।

 

টকিং বুকস

আফ্রো-আমেরিকান কথাসাহিত্যিক টনি মরিসন সাহিত্যে নোবেল, পুলিত্জারসহ বড় বড় পুরস্কার জিতেছেন। হে ফেস্টিভাল উপলক্ষে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির সাংবাদিক রাজিয়া ইকবাল। দেখা যাবে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, বিবিসি ওয়ার্ল্ড নিউজে।

 

রোজাভা—নর্দার্ন সিরিয়া

বাশার আল আসাদ সরকার, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, তুরস্ক—সিরিয়া যুদ্ধসংশ্লিষ্ট সব পক্ষেরই নজর দেশটির উত্তরের অঞ্চল রোজাভায়। সেখানকার সংখ্যাগরিষ্ঠ কুর্দিরা কী ভাবছে? তথ্যচিত্রটি দেখা যাবে রাত ১০টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।

মন্তব্যসাতদিনের সেরা