kalerkantho

বিদ্যার স্বামী আলিয়ার বাবা

রংবেরং ডেস্ক   

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদ্যার স্বামী আলিয়ার বাবা

সময়টা দারুণ যাচ্ছে যিশু সেনগুপ্তর। বাংলায় পর পর তাঁর ছবি হিট, ‘সারেগামাপা’র উপস্থাপক হিসেবেও জনপ্রিয়। ইদানীং তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে হিন্দি সিনেমা আর ওয়েব সিরিজে। সুজয় ঘোষের নেটফ্লিক্স সিরিজ ‘টাইপরাইটার’-এ প্রশংসিত হওয়ার পর বড় দুই বলিউড ছবিতে দেখা যাবে তাঁকে। একটিতে তিনি বিদ্যা বালানের স্বামী, অন্যটিতে আলিয়া ভাটের পিতা! আগেই ঘোষণা হয়েছিল ভারতীয় লেখক এবং ‘মানব কম্পিউটার’ নামে খ্যাত শকুন্তলা দেবীর বায়োপিক করবেন বিদ্যা। এবার জানা গেল ছবিতে তাঁর স্বামীর ভূমিকায় থাকবেন যিশু। সেপ্টেম্বরেই শুটিং। এদিকে মহেশ ভাটের ‘সড়ক ২’-তেও থাকছেন এই বাঙালি অভিনেতা। ছবিতে প্রথমবারের মতো বাবার পরিচালনায় কাজ করবেন আলিয়া ভাট। পর্দায় আলিয়ার বাবা হবেন যিশু। তামিলনাড়ুতে এখন চলছে এ ছবির শুটিং। এ বছর মুক্তি পাওয়া ‘মণিকর্ণিকা’তেও কঙ্গনা রানাওয়াতের স্বামী হয়েছেন যিশু।

মন্তব্যসাতদিনের সেরা