kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

৫২ বছর পর পিলু খান

রংবেরং প্রতিবেদক   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে৫২ বছর পর পিলু খান

১৯৭৭ সাল থেকে গান করছেন পিলু খান। কিন্তু নিজের ক্যারিয়ারের প্রথম একক গানটি প্রকাশ করলেন ৫২ বছর পর! গতকাল বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে পিলুর প্রথম একক গান-ভিডিও ‘আমার গল্প’। গানটি নেওয়া হয়েছে একই প্রতিষ্ঠান থেকে প্রকাশের অপেক্ষায় থাকা তাঁর প্রথম একক অ্যালবাম ‘তোমরা ভালো আছ তো?’ থেকে। যাতে সামিনা চৌধুরীর সঙ্গে তিনটি এবং ফাহমিদা নবীর সঙ্গে একটি দ্বৈতসহ মোট আটটি গান থাকছে। এর মধ্যে ঈদের আগেই প্রকাশ পাবে পিলুর আরো দুটি একক গান—‘তোমরা ভালো আছ তো?’ ও ‘সব কথা শেষ হলো’। অ্যালবামের সব গানেরই কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। সুর করেছেন পিলু খান। সংগীতায়োজনে সুমন কল্যাণ।

প্রথম একক গান নিয়ে বেশ উচ্ছ্বসিত ‘রেনেসাঁ’র এই ভোকাল ও ড্রাম বাদক। মালয়েশিয়া থেকে ফেসবুক মেসেঞ্জারে বলেন, ‘৫২ বছর ধরে গানের সঙ্গে আছি। কিন্তু এত বছর ব্যান্ডের বাইরে গান করিনি। এবার সেই অভিজ্ঞতা হওয়ায় খুব ভালো লাগছে।’

১৯৭৭ সালে চট্টগ্রামে বন্ধুদের নিয়ে ‘নাট ক্রেকারস’ নামে প্রথম ব্যান্ড করেন পিলু। ১৯৭৯ সাল থেকে ছিলেন ‘সোলস’-এ। ১৯৮৫ সাল থেকে আছেন ‘রেনাসাঁ’র সঙ্গে।

মন্তব্যসাতদিনের সেরা